মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতাকে বুকে ধারণ করে, সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সকল প্রতিক্রিয়াশীল কুঠারাঘাতকে ভেঙ্গে দিয়ে ইবির মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সেদিন এই সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
তারপর থেকে পর্যায়ক্রমে আমাদের ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম চলতে থাকে। সেই দ্বারা অব্যাহত রেখে বর্তমানে আমাদের পদধারী, নির্বাহী ও সাধারণ সদস্যসহ প্রায় ৩০ জন সদস্য দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্র-পত্রিকায় ও অনলাইন পোর্টাল মিলে প্রায় ৫০ টিরও অধিক গণমাধ্যমের সাথে যুক্ত আছেন।